আজ, খুশির ঈদের সকালে
আনন্দোৎসবে মাতে সকলে
ধনী-দরিদ্র ভেদাভেদ ভুলে।
দীর্ঘ রোজার প্রতিক্ষা শেষে
উঠেছে শাওয়ালের বাঁকা চাঁদ
এই আনন্দ-উচ্ছ্বাস জোয়ারে
ভেঙে যাক সবার খুশির বাঁধ।
আজ পবিত্র রমজান শেষে
নতুন বেশে আনন্দ-স্পর্শে
জড়িয়ে ধরো ভালোবেসে
ভাগ করে নাও খুশির ঈদ
কোলাকুলি আর আলিঙ্গনে
ভালবাসার মাঝে দৃঢ় বন্ধনে।
1st August, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।