জানিনা কতোখানি ভালোবাসলে
তোমাকে ভালোবাসা যায়
তোমাকে ভালোবাসতে বাসতে
জীবনের সময় চলে যায়।

অনেকটা পথ পাড়ি দিয়ে ক্লান্ত
বড়ো তৃষ্ণার্ত হয়ে যাই
তোমার ভালোবাসা কখনো তো
বৃষ্টি হয়ে ঝরেনি এ বুকে
আজও তৃষ্ণা মেটেনি তাই।

যে হাত শক্ত মুঠিতে ধরেছিলাম
সে মুঠি খুলে গেছে আজ
রিক্ত হাতে শূন্য হৃদয় বলে শুধু
ভালোবাসা পরাজিত আজ!

গভীর রাতে তোমার কথা মনে হলে
অশান্ত হৃদয়-সমুদ্র স্ফীত হয়
জোয়ার ভাটায় রক্ত ওঠে নামে
হৃদয়ের মাঝে হৃদয় এসে থামে!

ব্যর্থ ভালোবাসা ঘা দেয় হৃদয়ে মননে
শরীর বিবর্ণ হয় ক্রমাগত রক্ত ক্ষরণে
হৃদয়ে গ্রহণ লেগেছে বিদায়ের ক্ষণে
হৃদয়কে সামলে রেখো হৃদয় গ্রহণে!

28th August, 2018
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।