নতুন বছরের প্রারম্ভে,
আসুক নতুন ভোর
ঠিকরে পড়ুক রোদ
আলোয় ঝলসে উঠুক চোখ
উজ্জীবিত হোক
আমাদের শরীর মন প্রাণ!
আর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা নয়
খাবারের সন্ধানে খুঁজে ফেরা নয়
নিরাপত্তাহীনতায় সন্ত্রাস ভয়ে
আর কুঁকড়ে থাকা নয়...
বিবর্ণ অতীত ভুলিয়ে মহামন্ত্রবলে
নতুন বছরের প্রারম্ভে,
নতুন আশা, নতুন আলোর স্বপ্ন নিয়ে
আসুক সেই মহামহিমের ভোর
পাখিদের ডানায় সোনা রোদ মাখিয়ে
উঠুক গনগনে এক নতুন সূর্য!
তারপর এসো তুমি,
2020, আলো ঝলমলে নতুন বছর!
4th January, 2020
কলেজে স্ট্রীট, কোলকাতা।