"মৃত্যু আয়, তিনপাত্তি খেলি আয়"
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ফেলুদা নিল বিদায়..
আপামর বাঙালির হৃদয় হল খানখান
কে আর মারবে,
দুষ্টু রাজার পিছনে হ্যাঁচকা টান
কে আর বলবে,
"রশি ধরে মারাে টান, রাজা হবে খানখান"..
অভিনয় জগতে তুমি নিবেদিত প্রাণ
তুমি যে গেয়েছ অমরত্বের গান
তােমার মৃত্যু নেই..
সবার হৃদয়ে থেকে যাবে তুমি, হয়ে মহীয়ান!
15th Novembere, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।