কোনও এক স্বপ্নের সকালে,
চেয়ে দেখি, স্বপ্নগুলো হারিয়ে গেছে!
ভাল করে চেয়ে দেখি,
তীব্র হাহাকারে ভেসে যাচ্ছে চরাচর..
গাড়ি, ক্যামেরা, মিডিয়া
অহর্নিশ স্রোতোন্মত্ত মানুষের মেলা
সিসিটিভি নিদ্রাহীন, হিসেবের খাতা
মনুষ্য-জন্ম, ভাল কাজ, মন্দ কর্ম কথা
দৃষ্টি রাখে নিষ্পলক বোধশূন্য প্রতিটি ঘটনা
তদন্ত চলে, ওরা টুকে রাখে পাপ-পুণ্য নোটবুকে
হত্যা নাকি ধর্ষণ? কার কী-বা যায় আসে তাতে!
সিনেমার মত ঘটে চলেছে কতকিছু দিনরাত
শুধু হিসেব টুকে রাখে অপলক
চারদিকে ইতস্তত ছড়িয়ে পড়ে রটনা
টেবিলের তলে তলে বখশিস ঘুষের খেলা
রাজনীতি-কূটনীতির সাতরঙা শতরঞ্জ খেলা
প্রান্তরে পড়ে থাকা হিমশীতল রক্তভেজা দেহ
মুহূর্তে লোপাট হয়ে যায় অভিনব কায়দায়
চলে যায় সবাই যে যার নিত্যকর্মের প্রাত্যহিকতায়!

নিঃশব্দের ঝড়ের অন্ধকারে কার তীক্ষ্ণ চোখ?
রাখি সেই চোখে কুলকুন্ডলিনীর আগুন চোখ!
সময়ের সাথে সময়ের কাছে গচ্ছিত রাখি
হৃদয়ের ক্ষতদীর্ণ যত দীর্ঘশ্বাস
মৃত্যুর গন্ধভরা বুকের ভিতর
স্মৃতির কফিন জুড়ে
অহর্নিশ বেজে চলে তোমার বিচিত্র খেয়াল
ভেঙে যায় আমার যত খেয়ালি রঙের উৎসব!

অথচ,
চেয়েছিলাম রাতশেষে, একটা স্বপ্নের সকাল..
একটা নিশ্চিত জীবনের প্রত্যুষ!

08:15 pm, 7th October, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।