খুঁজবো তোকে,
মেঘের দেশে
যেখানে চোখে বিদ্যুৎ খেলা করে...
খুঁজবো তোকে,
উন্মত্ত ঝড়ে
যেখানে হৃদয় উথালপাথাল করে।
খুঁজবো তোকে,
পাগল বর্ষণে
যেখানে অশ্রুধারা প্রেম হয়ে গলে...
খুঁজবো তোকে,
গাঢ় অন্ধকারে
যেখানে হৃদয়ের সাথে হৃদয় মেলে।
24th April, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।