চলে যাবো অন্য কোথাও --
সাইকেলের পেছনে দুলিয়ে দুলিয়ে
মালতিবালা কে নিয়ে --
পেরিয়ে যাবো মাইল মাইল দূরের দিগন্ত
গোধূলির আলো মেখে সূর্যাস্তের ভেতরে
রাত্রির নিঝুম অন্ধকারের গভীরে...!

অন্ধকার ছাড়া, ঘুম আসে না আমার
আর, ঘুম ছাড়া --
মালতিবালার ইচ্ছেগুলো,
আমাদের দিনবদলের স্বপ্নগুলো...
যত্নে বাঁচিয়ে রাখবো কী করে ... ?

3rd June, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।