আমি চাই,
একটা অনুতাপের
দহন তোমার বুকে,
পুড়ুক মিথ্যাচারের ভুল!

আমি চাই,
একটা প্রেমের
হৃদয় গড়ো তুমি,
ফুটুক সত্যিকারের ফুল!

18th November, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।