প্রিয় ঘাস, বিস্তীর্ণ শুয়ে থাকা ভেজা মাটি
বাতাসে আঁচলের ঘ্রাণ উড়িয়ে রূপের
স্তুতিগান
সৌরকিরণলতা ছুঁয়ে যায় অনুপম গ্রীবা
সবুজ কোরকটিকে স্পর্শ করার বাসনা
জাগে
সদ্য ওঠা গোঁফের রেখাটি ধরে হাঁটি দীর্ঘ পথ
যাবতীয় নিষেধতত্ত্ব, সমাজবিজ্ঞান ঝেড়ে
মুছে
ওষ্ঠপুটের কিনার ঘেঁষে দাঁড়াই সন্তর্পণে।
ঘন ঘাসবনে হিংস্র শ্বাপদেরা আড়াল খোঁজে
হরিণীরা প্রাণপণে ছুটে গেছে শেষ গোধুলির
দিকে
ঘামে ভেজা পিপাসার খুব কাছে কান্নার
লঘুস্রোত..
আপাতত জ্যোৎস্নাবিষয়ক কথা মুলতুবি
রাখি,
স্বপ্নের রূপকথা প্রেম এঁটো দাগ রেখে
ভেসে গেছে সৌন্দর্য্যলোভীদের মৃগয়া
উৎসবে!
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ১৩|১২|২০২১