খিদে পেটে
.
দীপক বেরা
.
হৃদয়ে জ্বলছে প্রখর সূর্য
খিদে পেটেও জ্বলছে আগুন
মহাসাগরের জল ফুঁসছে
শস্যহীনা মাঠ খরায় পুড়ছে
মাথার উপর বোবা আকাশ
কোলাহলহীন চরাচরে তৃষ্ণার্ত কাক
থাবা বসায় মহামারী, বাঁচা-মরা এক
বিচিত্র অসুখ
গোয়ালের শান্ত গরুর মতো
চেয়ে আছে বিষণ্ণ জীবনের মুখ
স্তব্ধ অপরাহ্নের গলিত ছায়ায়
থমথমে ফুলগুলি ঝরে
তবু, খিদের পাশে গজায় কিশোরী প্রেম
পোষা বিড়ালের নিঃশব্দ পায়ের মতো
গা ঘেঁষে দাঁড়ায় অবসরে
মাটির নিচে ভরা কলসির জল তলানিতে
তাকে তুলে আনতে হবে ঠোঁটে
পোড়া-পাতিলের দাগ, দুপুরের ঘাম
গোপনে আগলে রেখেছি বুকে
এসো, অন্নপূর্ণা—
খিদে পেটে দু-মুঠো ভাত বেড়ে দাও..
.
টালিগঞ্জ, কোলকাতা।
২০|১১|২০২২