🍂
হাওয়া-বাতাসের ভিতর হাঁটতে হাঁটতে
লবণের অনুপ্রাসে ঢেউয়ে ভেসে ভেসে
তর্জমা করেছি কতভাবে, কত বিন্যাসে
ভালোমন্দ বিরক্তি তিক্ততা শ্লেষ আনন্দ
ভালোবাসার গদগদ সুরে উঃ!.. আ-হা!
ধ্বনি বাক্য কথা তো নীল ভাষান্তর
অনুভূতির উৎস থেকে উৎসারিত খরস্রোতা
নদী নালায় বয়ে যাওয়া এক ভূ-পর্যটন
স্থান মানেই তো নয় অগম্য, অগোচর কিছু নয়
স্পর্শ করো তাকে, শোনো তার নম্র অনুবাদ...
জীবন, তোমার নদীমাতৃক চরে দেবদারুদ্রুম
মায়াময় রহস্যজননী, স্নিগ্ধ অপার অকাতর
যেন রাত শেষে সকালের সোনারোদ
যেন মেঘের আড়ালে আড়চোখে বাঁকা চাঁদ!

🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০১ নভেম্বর ২০২৩