মায়ের অসুর নিধন যজ্ঞের আয়োজনে
এই ক’টা দিন খুবই ব্যস্ত ছিলাম
চোখের জলে ভেসে, ভাসিয়ে মা-কে বিদায় দিলাম
অথচ, ক’টা অসুর নিধন হল খবর রাখি না
তা নিয়ে আমার মাথা ব্যথা নেই মোটেই
বরং, কারণবারি পাণ করে বেশ্যার মতো
অপেশাদার ঘুমের কাছেই মাথা গুঁজে দিই
ক্ষুধাতুর স্বপ্ন দেখি, সুদৃশ্য সব রুটির স্বপ্ন
প্রত্যাশা মতো নরম তুলতুলে মোলায়েম রুটি।
শুধুই স্বপ্ন দেখি,
ঘুম আর ভাঙে না, বড়ই ক্লান্তিকর এই ঘুম
ঘুমের ম্যানুয়াল ভালো করে রপ্ত করে নিয়েছি যে
কেউ জোর করে ঘুম ভাঙাতে চাইলেও
ঘুম ভেঙে লম্বা হাই তুলে আবার ঘুমিয়ে পড়ছি।
বিজয় তোরণ ঘেঁষে দীর্ঘ পথের পথিক হয়ে
দীর্ঘ অভ্যাসের বৃত্তচাপের ‘জ্যা’ হয়ে ঝুলছি।
ওমলেট বানাতে গেলে ডিম তো ফাটাতেই হয়
কিন্তু জানেন তো, ফাটা ডিম ফাটে এক বার
আর, মৃত মানুষ মরে না দ্বিতীয় বার।


টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০৬|১০|২০২২