এ বৃষ্টিতে ধুয়ে যাক যতো অভিমান
আলিঙ্গনে ভিজে গিয়ে
হৃদয়ে আসুক বান।
এ বৃষ্টিতে ঘুচে যাক যত ব্যবধান
শূন্যতার বিছানায় শুয়ে
আসুক তোমার ঘ্রাণ!
এ বৃষ্টিতে জাগুক যতো মৃতপ্রায় প্রাণ
বিরহ-মিলন আনন্দ ছুঁয়ে...
বাজুক হৃদয়ের রিমঝিম গান!
18th August, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।