তোমার গন্ধে সুরভিত এই ভূবন ....
যখন বেলাশেষে আসে সেই গোধূলি লগন
জুঁই-হাসনাহেনার সাথে তোমার গন্ধে হই মগন
তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষায় পাগল হয় মন
অন্ধকারে যখন নিজের সত্তাকে করো সমর্পণ
অজান্তে হৃদয়ের একতারায় ছুঁয়ে যায় জীবন!

31st August, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।