আমরা যে অচিন সুতোয় বাঁধা আছি
থাক যতো ভুল বোঝাবুঝি
যতো দূরেই থাকিনা কেন
আছি মনের কাছাকাছি।
বেহিসেবি বাজির খেলা খেলিনা আর
কতোবার পড়ে গিয়ে উঠেছি
লাগামটা তবু ধরেই আছি
আমার পাগলা ঘোড়াটার।
আছি দুঃখ-বিলাস কুঁড়ে ঘরে আমার
ছাউনি বেয়ে টুপটাপ বৃষ্টি
হৃদয়-জমিতে লতা গুল্মেরা
ঠিক জেগে উঠবে আবার!
1st October, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।