বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার প্রাণের কথা
বাংলা একুশে'র গণসংগ্রাম
বাংলা আমাদের গৌরবগাথা
বাংলা আমার সৃজনশীলতা
বাংলা আমার চিন্তা-চেতনা
বাংলা বাঙালির জাতিসত্তা
বাংলা বাঙালির রক্তকণা।
বাংলা আমার আবেগের পংক্তিরেখা
বাংলা শহীদের হৃদয়রাঙা বর্ণলেখা
বাংলা,—অমর 'একুশে ফেব্রুয়ারি'-র
মুষ্টিবদ্ধ শপথের উজ্জ্বল ভাস্কর শিখা!
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ২১|০২|২০২২