(চার লাইনে ২০ শব্দের কবিতা)

🌾
মাঠের আলে ঘাস হয়ে খুঁজেছি কৃষকের ঘাম
মাটির স্তব্ধতা ভেঙে
দেহের অতীত খুঁজে খুঁজে নেমে এসেছি
শস্যের আবাহনে গার্হস্থ্য-আশ্রমে!

🌾
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ৩০|০৬|২০২৩