🍁
তোমার কোনো শত্রুতাবোধ নেই
শরীরেও নেই কোনো যুদ্ধসাজ
অথচ,
তোমার যাপনের পথে, প্রতিটি মুহূর্তে
ফালা ফালা হয়ে যাচ্ছে তোমার শরীর..
কেন?
প্রশ্ন শুনে শান্ত গলায়
রেখেছিলে সহজ প্রশ্ন এক
ওষুধে সেরে যায় শরীরের ক্ষত
কিন্তু দু’টুকরো হয়ে যায় যে মন
জোড়া লাগে কি তা?
যুদ্ধহীন তুমি জিতে যাও অনায়াসে
আমি রণংদেহী একা সৈনিক
এই সহজ প্রশ্নে কাটাকাটি খেলি রোজ
বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে..
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৫|০৬|২০২৩