গভীর গহন স্রোত ছিল একদিন
হৃদমূলে রক্ত-শিরায় দহন ছিল সেদিন
হাত বাড়ালেই স্রোতস্বিনী ব্যস্ত নদীটা
এঁকে বেঁকে ছুটে গেছে মােহনায়..
হৃদয়বরণ ঘাটে হয়তাে ফেলেছিল কেউ নােঙর!
তারপর, আদিগঙ্গার ঘােলাজলে মিশে গেছে
টলমল কচুপাতার জল
হাইওয়ে ধরে চলে গেছে হাজার স্বপ্ন
বয়ে গেছে জীবনের এলােমেলাে গতি-প্রকৃতি।
অতঃপর, শহরে, বন্দরে কর্পোরেট বানিজ্যিকীকরণ
পুঁজিবাদ, আধিপত্যবাদ
প্রান্তিক জীবনের গতি-প্রকৃতি ফিকে হয়ে যায়।
গরম কড়াইয়ের তেলের মত ছিটকে পড়ে
এদিক ওদিক কিছু গণবিস্ফোরণ
বুদ্ধিজীবী সমাবেশ, ভাষণ, বায়ােপিক ডকুফিচার।
জীবনের অলিগলি, এলােমেলাে গতি-প্রকৃতি রহস্যময়..
ব্যস্ত শহরের কোলাহলে বড় রাস্তার মােড়ে
ভবাপাগলা-টা আজও রূপান্তরের নামতা পড়ে!