🍁
ছোটবেলা থেকেই জেনে এসেছি— ‘জোড়া শালিক’ নাকি সৌভাগ্যের সূচক! আবার এও শুনে এসেছি, নিজের ভাগ্য নিজেকেই নাকি গড়ে নিতে হয়। অথচ, হাজার চেষ্টা করেও নিজের ভাগ্যটা কিছুতেই জুৎসই করে বানাতে পারছি না!
এই নিরন্তর অক্লান্ত ভাবনার ফলে আজকাল আমার শুধু ঘুম এসে যায়। কেউ আমাকে ব্ল্যাক কফির থেকেও কড়া তেতো কোনো নেশা এনে দিতে পারো? তাই খেয়ে আমি সারা রাত জেগে থাকতে চাই। জেগে থেকে দেখতে চাই রাতের আঁধারে লুকিয়ে লুকিয়ে ওই ‘জোড়া শালিক’, তাদের সৌভাগ্যের বাসাটা ঠিক কোন লগ্নে কেমন করে বানায়!
একটা করে ঘাসের কুটোর বুনন, আর একটা করে আমার চোখে ঘুমের পরত। কী আশ্চর্য, ওদের সৌভাগ্যের বাসাটা পুরোপুরি তৈরি হওয়ার আগেই, প্রতি রাতে আমি গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ি!
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৫|০৫|২০২৩