কবিতা হয়ে কাব্য করি
ছোট্ট একটা ঘাসফুল
কঠিন মাটিতে লড়াই করে
বেঁচে থাকি বিলকুল।
সূর্য আমাকে পায়না খুঁজে
হয়তো দেখেনি কোনদিন
তবু তার আলোতেই দেখি
পথ খুঁজি সারাদিন।
মাথার ওপর বিশাল আকাশ
চোখের জল মাখি
জীবনের বিশাল শূন্যতায়
নিঃস্ব প্রতিচ্ছবি দেখি!
ক্ষমতাধর বৃক্ষ'রা চিরকাল
ঢেকে দেয় আমার মুখ
ছুঁতে দেয়না বিশাল আকাশ
তবুও মাথা উঁচু করে
বেঁচে থাকার প্রয়াসে উন্মুখ!
চারপাশের আগাছারাও
ঘিরে ধরে চারপাশ
টিকে থাকার লড়াই, আর..
আপোশহীন সংগ্রাম-কাব্য
চলে নিত্যদিন, ..বারোমাস..!!
27th March, 2019
রবীন্দ্র আবাসন, হরিদেবপুর, কোলকাতা।