🍂
চিৎ হয়ে রয়েছ শুয়ে
অন্তর-বাহির অদ্ভুত স্থির
রজনীগন্ধার ঘ্রাণে ক্রমশ ভরে উঠছে
ঘরের বাতাস, পরিমণ্ডল
ছায়া দুলে দুলে ওঠে
অস্ফুট থেকে জন্ম নেবে বাতুলতা
এমনই কথা ছিল, অভিপ্রায় স্থির
অনেকক্ষণ কান্নার বিষাদের ভিতর
প্রদীপের শিখা কেঁপে কেঁপে দুঃখে নিভে গেল
এই যে ঘুমাও তুমি
আপনাকে আপনি দেখ
সনাতন শূন্য থেকে আরোগ্য দ্যোতনা বাজে
কতটা শান্ত, কতটা গভীর সেই অনুরণন...
🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল >