🍂
সাতসকালে চটজলদি উপুড় করে দিই
বছরের শেষ ময়লার ডাস্টবিনটা
ময়লা ফেলার লোহার ঠেলাগাড়িটায়
তারপর গঙ্গার জল দিয়ে স্নান সারি
তবু এক গুঢ় প্রশ্ন!
সব ময়লা কি উজাড় করে দিতে পারলাম?
ময়লা তো রয়েই গেছে আরোহণে অবরোহণে
এধারে-ওধারে, একোণে-ওকোণে, মনের কোণে!
ভেজা চুলে বিনুনি বাঁধছি, খাঁজে খাঁজে তার
গুঁজে দিচ্ছি ঝুটোমোতির কাঁটা, ঝিকমিক
দুর্জ্ঞেয় বৃত্তের মধ্যে ঘনপুঞ্জে জমে আছে
জাদুস্ফটিকের মোহজালের ছেঁড়া কোলাহল
এবার বেণী খুলে শুকোতে হবে, তা না-হলে
হাওয়ায়, মাঠে-ঘাটে, চরাচর জুড়ে ছড়িয়ে যাবে
এইসব প্রতারণার পোড়া পোড়া গন্ধ!

🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ৩১ ডিসেম্বর, ২০২৩