হৃদয়ের জলাশয়ে শ্রাবণ ঝরেনি বহুদিন
জলতলের গভীরতা কমে আসছে প্রতিনিয়ত
অগাধ জলরাশির অশান্ত বুকের মাঝে
কোনও মাছরাঙা ঝাঁপিয়ে ছোঁ মারে না আর
জলকেলিতে হংসমিথুনের শিৎকার ধ্বণিতে
অনুরণিত হয় না আর আকাশ-বাতাস।
হৃদয়ের পাশে যত্নে বেড়ে ওঠা কদম গাছ
আমার স্বপ্নের রাখালিয়া মােহনবাঁশি, আর
হৃদয়হরণের গােপন গল্পের যত চুপকথা
হারিয়ে গেছে অনেকদিন...
হৃদয়ের জলাশয় সুরহীন, স্রোতহীন, নিরুত্তাপ!
নিঃস্তব্ধতার ভিতর পেরিয়ে যায় হিমেল রাত
অন্তর্দহনে দীর্ঘ ক্ষয়ের পর, সময়ের নির্যাসে
জলাশয়ে পড়ে থাকে হাঁসেদের খসে পড়া পালক!
আজ, অভিযােগ, অনুযােগ থেকে অনেকটা দূরে
প্রিয় মানুষটির সাথে সম্পর্কের সংযােগ-সেতুটা
ভীষণ বিপজ্জনকভাবে ঝুলছে!
সেতুর মুখে সরকারি বিজ্ঞপ্তি জারি,
"এই সেতু দিয়া পারাপার কঠোরভাবে নিষিদ্ধ"!