শ্রদ্ধায় স্মরণে — "অমর একুশে ফেব্রুয়ারি"
🌷🔥
অক্ষরগুলো পেয়েছিলাম আমার মায়ের থেকে
রক্তে, শিরায় ও মননে
নীরবতাকে উপহাস করে যেমন বয়ে যায় নদী
তার সহজাত কলকল্লোলিনী গর্জনে
তেমনই স্মৃতির বর্ণমালায় আমি কুড়িয়ে আনি
চঞ্চল সত্তায় নিঃশব্দ কবিতা নীরব চিৎকারে
যখন অন্ধকারের কালো চাদরে ঢেকে যায় আমার দেশ
আমাদের মর্মস্থলে থাবা বসায় কোনও আগ্রাসন
তখন তাকে এফোঁড় ওফোঁড় করে দেয়
আমার কবিতা তার প্রতিটি আগ্নেয় শব্দের তীক্ষ্ণ ফলায়
কবিতা ও আমি এক নিরীহ স্বপ্ন
আগুনকে ফুল আবার কখনও ফুলকে আগুন
বানাতে পারি অনায়াসেই
আগুন আর ফুলের মনমোহিনী রোশনিতে
আমার কবিতার বৈরাগী ভ্রমর ফুল ছুঁয়ে ছুঁয়ে
বিষাক্ত হুল-ও ফোটাতে জানে বিরুদ্ধতার আঁচে
আগ্রাসনের কালো হাতে...
🌷🔥
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২১ ফেব্রুয়ারি ২০২৫