( লিমেরিক )
🍁
এ দেশ শস্যশ্যামলা, নদী মন্থরতা জানে..
রক্তের বিনিময়ে স্বাধীনতা, আজও জেগে আছে মনে।
এ দেশ শস্যের, মাটি জেনে এসেছে
এ দেশ লাশের, মাটি তাও শিখেছে..
বুকে যদি লাঙ্গল চালাও, বুকও আগুন লিখতে জানে!
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০৩ নভেম্বর ২০২১