(শিক্ষক দিবস স্মরণে)

🍁
অনেক দিন, অনেকগুলো বছর আগে
অঙ্কের ক্লাসে ব্ল্যাকবোর্ডে, খাতার পাতায়
অনেক বৃত্ত এঁকেছি সূত্র, নিয়ম-নীতি মেনে
এঁকেছি ব্যাস, ব্যাসার্ধ, পরিধি, কেন্দ্রবিন্দু
সময়ের সাথে সাথে
আজ বৃত্তের বাইরে, তারও বাইরে
আমার ব্যক্তিগত নিজস্ব বৃত্তের বাইরে
সূত্র, নিয়ম-নীতি উপেক্ষা করে
অনেক অপ্রয়োজনীয় বৃত্ত এঁকেছি চলেছি
অনেক পরিধি পেরিয়ে অনেক দূরে চলে এসেছি
নিজের কেন্দ্রবিন্দুটা কোথায় যেন হারিয়ে ফেলেছি
সামনে অচেনা বসত, অনন্ত গভীর খাদ
এক কল্পনাবিম্বের সামনে কিংকর্তব্যবিমূঢ় হয়ে
দাঁড়িয়ে আছি এক বিস্ময় গোলের সামনে
ব্যাস-ব্যাসার্ধের সূত্র, নিয়ম-নীতি ভুলে
ছুটে চলেছি অবিরাম এক মায়াগহ্বরের দিকে…

এই চরম বিচ্যুতি থেকে সরিয়ে
নিজেকে নিজের কেন্দ্রে ফেরাতে
আজ বড় বেশি প্রয়োজন সেই আদর্শ শিক্ষকের
নিজস্ব জীবন-বৃত্তের নির্দিষ্ট কেন্দ্রবিন্দুটির খোঁজে
বড় অস্থির টালমাটাল বিধ্বস্ত এই জীবনের
একটা সুস্থির ভরকেন্দ্রের খোঁজে
আজ, ‘শিক্ষক দিবস’-এর এই পুণ্যদিনে
আমার সেই পরম শ্রদ্ধেয় প্রিয় শিক্ষকদের
প্রণতি জানাতে গোলাপ হাতে আছি অপেক্ষায়..!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ৫ই সেপ্টেম্বর, ২০২৩