শরতের আকাশে বাতাসে কত বিন্যাসে
আগমনী সুর, হাসি-খুশি, আনন্দগান ভাসে
উৎসবের আলোর নিচে—
অভাবের আলো, আলোর অভাবে হাঁটে
সকাল-সন্ধ্যা, দিনের দু-পায়ে হাত রেখে কাঁদি
প্রেমের ক্রিস্টাল স্বরধ্বনি থেকে রাগের ব্যঞ্জনধ্বনি
ভাগ্যরেখা, আয়ুরেখা জুড়ে জীবনের
পান্থনিবাস
অবিন্যস্ত বিছানা, হাঁড়িকুড়ি, এঁটো বাসন
আঁচের উনুন, ধোঁয়া, আগুন,.. বুকের আগুন
বহ্নিযুগ, —পুড়ে ছাই সব স্মৃতি!
জ্বালকাঠি বুনি আজন্মের ফুটপাতে
কাঠ ও কন্ঠস্থ কিছু ভাবনার বাসনাচিরাগ
কুয়াশায় জ্বালি অহর্নিশ অগ্নিশুদ্ধ চুলা।
বোর্ডে লেখা : আসুন, ভাত ডিম ডাল সবজি…
পঞ্চাশ টাকা মাত্ৰ, —ইত্যাদি, প্রভৃতি…

টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০৪|১১|২০২২