(বিশ্ব কবিতা দিবসের কবিতা)

🍁
একঝাঁক অন্ধকার ঘিরে ধরে আছে আমাকে
ভরসা তবু মাথার উপর আকাশ আছে
উন্মোচিত কর আমাকে—
নির্নিমেষ চেয়ে থাকে দু'একজন নক্ষত্র মানুষ
যেন টের পায় আমার আকুতি
এখন পৃথিবীতে ভীষণরকম অন্ধকারের ঢল
বুকের আড়ালে ফুল ফুটিয়ে রেখেছি
মিলিত হবার ইচ্ছা মিলনের চেয়ে বড় জানি
দু'একটি সম্পর্ক, উষ্ণ হাত এইবেলা দাও
এই সন্ধানকল্পে এখানে আমার ভয় করছে খুব...

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > 21 মার্চ 2025