(পিতৃদিবস-এর কবিতা)

🍁
স্কুলজীবনে বাবা একদিন জ্যামিতির পাঠ নিতে গিয়ে আমাকে একটি সরলরেখা আঁকতে বলেছিলেন। ভেবেছিলাম, এ আর এমন কি কঠিন কাজ! এ তো জলের মতন সরল। নিমেষেই একটি সরলরেখা এঁকে দিলাম। সেদিন বাবা আমার সরলরেখা দেখে বেশ আহত হয়েছিলেন! বলেছিলেন, "ছাত্রদের সরলরেখা এরকম হয় না। যন্ত্রণা কোথায়? বিন্দুতে বিন্দুতে রক্ত ঝরার যন্ত্রণা চাই।"

তারপর থেকে সরলরেখা আঁকতে গেলেই আমার হাত কেঁপে যেত। আজ জীবনের ধূসর পথে অন্ধ আনুগত্যের প্রতি, — অবিশ্বাস আর প্রজ্ঞার বীজ বপন করতে গিয়ে পদে পদে রক্ত ঝরে। বক্রপথ ছেড়ে সরলরৈখিক পথে চলতে গিয়ে লড়াই চলছে অবিরত। শব্দবন্ধ অনুশাসনে লক্ষ ঘোড়া ছুটিয়ে কেঁপে ওঠা হৃদপিণ্ড ঘিরে বাবারা বেঁচে থাকেন, বাঁচার প্রয়োজনে পাথর থেকে প্রাণ টেনে নেওয়ার শক্তি যোগাতে।

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৬|০৬|২০২৪