(‘ফাদার্স ডে’-তে পৃথিবীর সকল বাবাকে শ্রদ্ধাঞ্জলি)

🍁
ছোট্ট একটা আঙুল ধরে
শিখিয়েছিলে হাঁটা
সেই সে আঙুল তর্জনী তোলে
হাতে যখন ক্ষমতা
তোমার মতো বাবা হতে
অনেক হাঁটা বাকি
আজ মানুষ বড় ক্ষমতালোভী
দখলের হাতাহাতি
সেই আঙুল ধরার হাতটা খুঁজি
আমার প্রিয় বাবার
যে হাত দুটি ছিল পথ চেনাবার
আর পরম নির্ভরতার!

🍁❤️🙏
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৮ই জুন, ২০২৩