🍁
স্মার্টফোন, ইন্টারনেট...
শহর ছুঁয়ে যায় দুপুরের খাঁ খাঁ মফস্বল
কমলালেবুর কোয়া, মেলা মেলা গন্ধ আবেগ
ঠোঁট ফাটলেই শীতকাল এসে যায়
রঙিন শীতবস্ত্র—বিতরণ এবং বিজ্ঞাপন
বাঁশের খুঁটিতে দেওয়াল পত্রিকার দেহ ঝুলিয়ে
বিপ্লব শুরু হলেও, হাতিয়ার উধাও
এদিকে পুঁজি, কারবারি কারসাজি
মেলাশেষে ব্যাবসা সেরে দোকান গুটায়..

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০৩|০৬|২০২৩