ফাগুনের গান ধরো আজ প্রাণে
বাসন্তী-রঙ ছুঁয়ে যাক মনে...
দিকে দিকে পলাশ কৃষ্ণচূড়ার মেলা
ফুলে ফুলে দলে দলে ভ্রমরের মেলা
প্রেমের কুসুমকলি দুরন্ত সুবাস
মন উচাটন... দংশন... হা-হুতাশ...
ফাগুন দিয়ে যাক ভালোবাসার আশ্বাস!
12th March, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।