🍁
একটা কবিতা লিখতে গিয়ে
কত গভীর চিন্তা, কত শব্দচয়ন
তবু কবিতা হয়ে ওঠে নি একটাও
ছায়া জড়ো করে গেছি শুধু।
অথচ,
কেউ একটা কবিতা চেয়েছিল আমার কাছে
আমি তার চুল সাজিয়ে, মন ভেজাতে চেয়ে
কথার পরে কথা সাজিয়েছি কেবল..
সে বলে গিয়েছিল,
মন সাজিয়ে কবিতা লিখে রাখতে ---
সারারাত বৃত্ত এঁকে গেছি জলের উপর
ঢেউ এসে মুছে দিয়েছে বারবার।
তুলসীতলায় নববধুর শঙ্খধ্বনি কান্না মনে হয়
সায়াহ্নে যুদ্ধভূমে উড়ে আসে কুমারী আঁচল
দিগন্ত থেকে ভেসে আসে প্রাচীন লতাগুল্মের নিঃশ্বাস!
একটাও কবিতা লেখা হয় নি আজও —
চাঁদ ডুবে গেলে ঘুমের মধ্যে মূর্ত হয়ে ওঠে
ভীষণ অনভ্যাসে জলরঙে আঁকা একটা মুখ!
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৭|১২|২০২১