🍁
নিজস্বতা বলে নিজেকে যখন মাপি
কিছুটা জ্ঞানবৃদ্ধ মনে হয়...
অতঃপর মাত্রা এক সাড়া দেয়, স্থান।
অস্তিত্ব আদৌ আছে? নাকি কুহক!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৫|০৬|২০২৩