🍁
বেলুনরঙা স্বপ্নগুলো পেরিয়ে এসেছি
আজ অনেকদিন…
পেরোতে পেরোতে পা জড়িয়েছে শ্যাওলায়
জট ধরেছে চুলে
সুর মিলিয়ে গেছে দিগন্তে
সে খবর আজ আর রেখেছে কি কেউ?
তবু কেন যেন আজও মনে হয়
একটু আধটু ভালোবাসা তো ছুঁড়ে দিতেই পারো
ঠিক আছে, ডান হাতে নাহয় না-ই বা দিলে
বাম হাতে দিও, পিছন ফিরে
চাঁদ সওদাগরের মতো
তারপর হোক বিনিময়— ভাব ও ভাষার, আর
আমাদের এই দূরত্বের মাঝে হোক খেয়া পারাপার…
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৯|০৬|২০২৩