আস্তে আস্তে মৃত্যু ঘটছে আমাদের নিজস্ব ঘরের
দরজা-জানালা, দেয়ালের ধমনীতে নীল বিষ সঞ্চারিত
রক্তস্রোতে কীর্তিনাশা এক নিশীথ ভৈরব-নৃত্য
অবিমিশ্র লীলার ভিতর নীরব ধ্বংসপ্রভা
বিভৎস আয়োজন ধ্বংসের প্রতিটি স্কোয়ারফিটে
দুঃখের আঙুরক্ষেতে বসে আমরা রিস্ক ফ্যাক্টর গুনি
যা-কিছু সঞ্চয় দেদার বিক্রি হয়ে যাচ্ছে অনলাইনে
ক্রমাগত ডিস্কাউন্ট নিতে নিতে নুব্জ শিরদাঁড়া বেয়ে
চেতনার প্রকোষ্ঠে ঢুকে পড়ছে ম্যালিগন্যান্ট ভাইরাস
বিবেক খুলে রাখছে তার লাইফ-জ্যাকেট
অযথা পারফিউম ছড়িয়ে সারানো যায় না ক্যান্সার..
ছাতিম ফুলের নেশায় ঘুমিয়ে পড়ছে আমাদের
আদিগ্রন্থি
ক্রমশ মুছে যাচ্ছে শতাব্দী প্রাচীন নিরক্ষীয় যোগাযোগ
নিরক্ষরেখা মুছে গেলে তোলপাড় ব্রহ্মান্ড..
তখন কি পৃথিবী তার জন্মের উৎসে ফিরে যাবে?