তুমিই আমার সেই অর্জিত স্বাধীনতা
প্রিয়তমা শক্তিময়ী মৃত্তিকা
যার বুকে মাথা রেখে
এখন আমার প্রশান্ত ঘুম আসে
তোমার ছায়ায় আমার যত আকাঙ্ক্ষা
আর ক্ষুধাকাতরতা!
হঠাৎ, ঘুম ভেঙে চেয়ে দেখি
তোমার মুক্তির আকাশে রঙের কেনা-বেচায়
কি এক অনভিপ্রেত খেলা!
.
উপত্যকা জুড়ে কেন এত ঘাম রক্ত খেদ?
ভোরের আলোর রঙে মিশে
কেন এত রক্তের লাল ছোপ?