🍁
বৈশাখের রুদ্র রৌদ্র কশাঘাত করে
বজ্রকঠিন শাসন তোমার
এ কোথায় আছি?
শয়তানের গুহায়, নাকি
জগদীশ্বরের আলয়ে করি বাস!
একদিন চাঁদ-তারা সমন্বয়ে নামাও
অবারিত জ্যোৎস্নার ঢল, আবার এই
শুনি বিধ্বংসী ঝড়ের অশণি সংকেত
আজ, দাউ দাউ দাবদাহ নরক অপার
কাল, লাল নীল মেঘে ঢাকা
রোদ-বৃষ্টি মায়াময় এই পৃথিবী অনুপম
আদি মধ্য অন্ত তোমার গুঢ় রহস্যময়
কিছুই বোঝে না তার, —এই অধম মহাশয়..!
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০৭|০৫|২০২৩