এ এক অন্য ছুটি, ...
'করোনা' ভাইরাস-এর মারণ হানায়
মানুষ আজ ভীত-সন্ত্রস্ত, ... গৃহবন্দী
নেই আজ কোন কাজ, নেই ছোটাছুটি
ছুটি... ছুটি... ছুটি, ... আজ মহাছুটি...
তবু, মানুষের মনে নেই কেন -
আনন্দ অফুরান, ... উল্লাস মস্তি
নেই কেন উদ্দীপনা স্ফূর্তি,... স্বস্তি?
ভোটযুদ্ধে পরাজয়ের গ্লানি অপমানে
বৌয়ের মুখ-ঝামটা, ব্যঙ্গ-বিদ্রুপেও
মানুষ কখনো হয়নি এতো চঞ্চল মতি
আজ খুঁজে বেড়ায় কোন নিরাপদ আশ্রয়
প্রাণ এতো মূল্যবান, জীবন কতো বাঙ্ময়
ভেসে আসে জীবনের সব অজানা পঙক্তি!
বদ্ধ ঘরে আমি তুমি সবাই,... আম আদমি
অফিস আদালত থেকে... জুটমিলের কর্মী
হতক্লান্ত পরিযায়ী শ্রমিক, ব্রাহ্মণ পাদ্রী মৌলবী
'কোয়ারেন্টাইন'-এ বন্দী ভবঘুরে ছন্নছাড়া কবি!
অলস কর্মহীন ছুটির মধ্যে ভাসে.. এক অন্য ছবি
অসহায়তার বিষাদ-বিষণ্ণ জমাট যন্ত্রণার প্রতিচ্ছবি!
নেই চলমান জীবনের কোলাহল মাতামাতি
নাকে-মুখে গুঁজে অফিসের তাড়া ছোটাছুটি
সবাই ঘরবন্দী দাবার ঘুঁটি, ছকবন্দী গুটিসুটি
টিভি-তে রাজা-রানিদের 'লকডাউন' ফরমায়েশ
আবেদন সতর্কবাণী যেন নিত্যনৈমিত্যিক ডিউটি
রাজা-রানিদের রাজনৈতিক তরজার নেই বিরতি
দু'পক্ষই বলছে, "রেশনের চাল-গম দিচ্ছি বাড়তি"
তবে কেন অসহায় ক্ষুধার্ত শিশু, নর-নারী অগুনতি?
তবু আজ, ... ছুটি রে ভাই ছুটি, ..এ এক অন্য ছুটি
হৃদয়ে আজ বড় প্রশ্নচিহ্ন জাগে, ... এ কোন ছুটি?
25th April, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।