🙋‍♀️
আমি মেয়েটা বিচ্ছু ভীষণ
ভাঙি কাপ-প্লেট বাসনকোসন
ডিম ভেঙেছি ডজন খানেক
ছুঁড়ি চশমা মোবাইল যখন তখন।👩‍🔧

মেয়েটা আমি ভীষণ পাজি
জল ঘাঁটি, নোংরা মাখি
মনের মধ্যে ফন্দি ফিকির
শুধু বদমায়েশির কারসাজি।🙅‍♂️

বারান্দা থেকে ছুঁড়ে ফেলি
পুতুল চামচ কাপড় চোপড়
সবার মাথায় রাগ চড়ে যায়
খাই একটু আধটু চড় চাপড়।🙋‍♀️

আমি মেয়েটা বেজায় দুষ্টু
করিনা ভালো কাজ একটু আধটু
ঘরের সাজানো জিনিস লণ্ডভণ্ড
টানি চেয়ার টেবিল এদিক ওদিক
সবার হাঁটা চলার রাস্তা বন্ধ।🤦‍♂️

আমাকে নিয়ে সবাই ব্যতিব্যস্ত
করে চিৎকার চ্যাঁচামেচি ছোটাছুটি
তাতেই আমার বেজায় মজা
আনন্দ আর দেদার মস্তি।💃

মাগো, এখন একটু সহ্য করো
চিন্তা কোরো না তবে—
প্রমিস্ করছি, শুনে অবাক হবে
এসব দুষ্টুমি আর করবো না তখন
যখন তোমার মেয়ে সত্যিকারের
অনেক বড়ো হবে..।👸


🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১২|০৬|২০২০