পাঁচমাথার মোড়ে এসে বিভ্রান্ত হই
এখন কোন পথে যাই!
কোন পথে গেলে অকপট সূর্যোদয় পাই?
একটুকরো আলোর উদ্ভাস খুঁজি
ছুটে বেড়াই এ গলি থেকে ও গলি
পেরিয়েছি দুঃস্বপ্নের কানাগলি;
রাত নেমে আসে, ঘুম এসে যায়..
চোখে লেগে থাকে একমুঠো আলোর স্বপ্ন!
28th August, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।