বর্ষশেষের শীতের এসপ্লানেড চত্বর
বাহারি সাজগোজ পরিপাটি পরিবেশ
ডাইনে বামে এলিট লোকজনের আনাগোনা
এরই মাঝে একটা ভবঘুরে লোক চোখে পড়ে
ময়লা ছেঁড়া পাজামা-পাঞ্জাবি গায়ে, কাঁধে ঝোলা
ঝোলার ভেতর ছোলা মুড়ি, কিংবা বাসি পাউরুটি
উদ্বাস্তু শেকড়হীন, স্বপ্নহীন চোখে রোদ পোহায়
পাশ দিয়ে মিছিলে পা মিলিয়ে হেঁটে যায় কিছু মানুষ
'এন আর সি', 'সি এ এ'... মানছি না, মানবো না
মুঠো মুঠো হাতে কিছু শব্দ ছুঁড়ে দেয় আকাশে
ভবঘুরে মানুষটা চেয়ে দেখে নির্বাক চোখে
ওইসব শব্দগুলো ওর কাছে, ... শুধুমাত্র ধ্বনি
কারণ, শব্দের অর্থ সন্ধানে ওর মস্তিষ্ক কাজ করে না
মস্তিষ্কের গভীর কোষে কেবল গুড়ুগুড়ু আওয়াজ তোলে!
দেশজুড়ে অরাজকতা, শুধুই নৈরাজ্যের ছবি
শাসকের অহংকারের টুকরো টুকরো ছবি ভাসে
বছর শেষের পুরনো আয়নায়...!
একুশ শতকের বৃহত্তম গণতন্ত্রের দেশে
ভেজা চোখে ভাসে,
পুলিশের গুলিতে নিহত ক্ষুধার্ত-তৃষ্ণার্ত
নিপীড়িত মানুষের আর্তনাদের ভয়ার্ত ছবি!
এমনি করে কতো কতো বছর আসে, ... বছর যায়
আশ্রয়হীন আতঙ্কিত বিষাদ বিপন্ন মানুষের শরীরে
আজও রক্ত ঝরে, কান্না ঝরে যায় ...
গরিবগুর্বোর ভোটে জেতা প্রগতির দেশে
ওদের ছেঁড়া স্বপ্নেরা ভেসে যায় ...
2019 -এর ক্ষত-বিক্ষত জমাট যন্ত্রণার স্মৃতি নিয়ে প্রাণে
রাতের আকাশে চেয়ে থাকি, ... নিঃশব্দ প্রার্থনায়!
31st December, 2019
কলেজ স্ট্রিট, কলকাতা।