.
কতকালের ক্লান্তি বয়ে চলেছে এই মানবজীবন
অস্তিত্বের যাপনে করে চলেছি কত স্বপ্নের সঞ্চয়ন
একাকিত্বের নির্জনতার ভিতর শব্দহীন এই পরিভ্রমণ
চোখের তলে প্রতিফলিত হয় একের পর এক দৃশ্য
দৃশ্যের ব্যঞ্জনা থেকে কখনো মর্যাদা সরিয়ে নেয় কেউ
কত কাজল ছোঁয়া চোখে কত ভ্রূকুটির ছায়া
তবু হাজার দর্শক পেরিয়ে আলো খোঁজে চোখ
জীবন থেকে জীবনে আসার আলোকিত অবলম্বন
জীবনের অলিগলিতে কত যে প্রেমের আলো আছে,
শুধু সাময়িক উপভোগটুকু সরিয়ে দেখো মন—
যখন সব চোখ একদিন নিভৃতির কাছে এসে কাঁদে,
তখন নিমিলিত চক্ষে অন্তর্দৃষ্টিতে আজ্ঞা চক্র দেখি..
অন্ধকারের ভিতর ঐশী সৌন্দর্যের আলো এসে পড়ে।
টালিগঞ্জ, কোলকাতা।
১৭|০৯|২০২২