🍁
লড়াই শেষে ক্লান্ত সৈনিক, যুদ্ধ থেমে গেছে
ভূমণ্ডল ছিঁড়ে একটা অভিমুখ নির্দেশিত হবে
একটা ইতিহাস লেখা হবে
গান থেমে গেছে, হাওয়া নেই
কথার পিঠে কথা ঘুরেছে মিছিলে পায়ে পায়ে
সাঁতার চিতসাঁতার ডুবসাঁতার...
চুনোপুঁটি ল্যাঠা কই, আর
গভীর জলের মাছেদের হৃদয়ের মেরামতি
জলের উপর কিছু ভেসে ওঠা মরা মাছ
বুকের মাঝে ধরা মোমবাতির রাজপথ
অথচ— আত্মবিলাপ নেই
হীরকদেশে রাজা-রানিদের আত্মম্ভরিতার সিংহাসন রত্নখচিত মহিমান্বিত
একটা প্রচ্ছন্ন হাত আমাদের উচ্চারণের
চারপাশে উদ্ধত শাসনে উদ্যত
বস্তাপচা মিথ্যের উপর দাঁড়িয়ে খাবি খাওয়া
মাছেদের মনে হয় এই জল দূষিত, প্রতারক
ছাপাখানায় ঐতিহাসিক অক্ষম পুতুল
গান থেমে গেছে, হাওয়া নেই
বাঁচার রসদ খোঁজা শিকড়ের পাদদেশ থেকে
দূরে দাঁড়িয়ে সমকাল, পড়ে থাকা গ্রন্থসমূহ
লেখক, স্তাবকেরা আজ ভীষণ অভ্যর্থনাপ্রিয়!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০৭|০৬|২০২৪
(সংরক্ষিত)