🍂
হাত-পা মেলে মুক্তিকামীরা ছুটে আসছে
ডানা মেলে উড়ে আসছে পাখিরা
পদধ্বনি মাটিতে, পাখসাটের শব্দ বাতাসে
সকলেই ছুটছে একটা পরিণতির দিকে
পাথরে মাথা কুটে কুটে মৃত্যুর দিকে নয়
মরে মরে বাঁচা জীবনের দিকেও নয়
জনপদের পর জনপদ দৃশ্যমান নাগরিক
পুরা মহল্লার একই কাহিনী
যত লাথখোর আর হাড়-হাভাতের দল
মুক্তি কী—? কারও টের পাওয়ার জো নেই
একটা উড়াল তবুও — অর্থহীন হয়তো বা...
অর্থের ভিতর দিয়ে কে-ই বা কবে
স্পর্শ করতে পেরেছে সেই পরমা প্রকৃতি
আকাশ আর ভূমি দিগন্তে একটা তার বেঁধে
বাজিয়ে চলেছে এক অতীন্দ্রিয় সুর...
ছড়িয়ে পড়তে চায় শূন্যে — অদৃশ্য সকলই
🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৬ মার্চ ২০২৫