সৃষ্টি হয়,... আবার ধ্বংস হয়...
ধ্বংসেই আবার সৃষ্টি হয়!
আগুন বুকে বুলেট নিয়ে বিপ্লবীদের জন্ম হয়।
ধ্বংসেই তো সৃষ্টি হয়!
অনেক রক্ত ঝরিয়ে, জীবন হারিয়ে, স্বপ্ন মাড়িয়ে
কষ্ট-ক্লেশে'র কবর খুঁড়ে স্বাধীন দেশের জন্ম হয়।
ধ্বংসেই তো সৃষ্টি হয়!.....
ধর্ষণের ধ্বংসস্তুপের ফসিল থেকে
নতুন শতাব্দীর সাহসী যোদ্ধা-নারীর সৃষ্টি হয়
ভাঙন ধরা নদীর পাড়ে স্পর্ধা নদীর ছলাৎ ঢেউ হয়
মেঘ-ঝড়-জল অশনির থাবা ভেঙ্গে ভেঙ্গে.....
হৃদয়ের ভগ্নাবশেষ ভাবনা দিয়ে কাব্য-গাথা'র জন্ম হয়।
....... ধ্বংসেই তো সৃষ্টি হয়।।
9th November, 2018
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।