মাত্র কয়েক ইঞ্চি দূরে অপরূপা ন্যুড মডেল
পৃথিবীর অব্যবহৃত এক অপার সৌন্দর্য
মেয়েটির শরীর ও মন একাত্ম হয়ে পাশে বসে
ক্যানভাস আর্টিস্ট অপলক চেয়ে থাকে
মডেল সুন্দরীকে একচুল না ছুঁয়েও
তার ছুঁতে চাওয়ার উদগ্র গোপন বাসনাটি
অধৈর্য পেন্ডুলাম হয়ে দোলে বুকের দুই পাশে
ছায়াঘন গরান গাছের তলায় মহুয়া ফুল মাড়িয়ে
চিতল হরিণের পিছে… রয়্যাল বেঙ্গল টাইগার
মনের মধ্যে আস্ত এক সুন্দরবনের টিপিক্যাল দৃশ্য!
একাগ্রতা ছিঁড়ে বেরিয়ে আসে শিল্পী, নাকি পার্ভার্ট?
কখন উবে যায় হৃদয় থেকে মেধার শাসন…
স্বাধীন, মুক্ত হৃদয় তো পবিত্রতা ও সততার প্রতিভূ!
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০৬|০৩|২০২৩