🍁
কত আঁচড় দিয়েছ আরক্তচোখে
ক্লান্ত শরীরে অনাবিল শব্দ ধ্বনি
মদির স্বরবর্ণ আর প্লাবনের শব্দ
ভিতরে এক অগ্নিস্খলন
তরঙ্গ মিলিয়ে যায়, তরঙ্গ ওঠে
পাণ্ডুলিপি, প্রচ্ছদ উন্মোচনের সিরিজ
জল ছপছপ জলের গান, কবিতার জন্ম।

আঁচড়, দাগ সব মুছে যায় কালস্রোতে
তবু পড়ে থাকে ভাঙাচোরা ধ্বংসাবশেষ
খুলে যায় শরীর থেকে চেনাগন্ধ বল্কল
হৃদয়ের মোহনায় নির্জন শূন্যতা ভাসে
শেষের পরেও পড়ে থাকে কিছু অবশেষ
পড়ে থাকে কিছু প্রেমজ অভিমান
মন অবিকল ছবি আঁকে গোধূলির চরে
আজও যেন নদীর বুকে চুমু খায় অশ্বত্থের ডাল
অথচ, পাণ্ডুলিপি বুকে নিয়ে কে কোথায় আছি..
জ্যৈষ্ঠের গ্রীষ্মে ৪০ ডিগ্রি উষ্ণতার ঋণ রেখে
আমি আবারও কেমন প্রেমিক হয়ে উঠি!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৫|০৬|২০২৩