ঠিক তখনই,
একটা যন্ত্রণার ঝড় ওঠে
সারা বুকের পাঁজর জুড়ে
দাবানল জ্বলে অন্তরে।
যে মুহূর্তে,
তুমি চলে গিয়েছিলে।
মাথার ওপর,
সূর্যটা, অসম্ভব লাল হয়ে জ্বলে
যেনো, আস্ত পৃথিবীটাকে পোড়াবে বলে!
অগণিত বসন্ত পার করে
আমি এখন,
শূন্যতার সাথে বসবাস করি।
মেঠো পথ পেরিয়ে রাজপথ
মিছিল, স্লোগান, প্রতিবাদ,... প্রতিধ্বনি -
শহরের গন্ধ বয়ে আনে কতো স্মৃতির সরণি।
আমি বসে থাকি ঠায় ঝর্ণার পাশে
নিজের আড়াল খুঁজি এপাশে ওপাশে
ঢেকে রেখে নিজেকে
দুঃখের সোনালী মোড়কে।
তুমি আজ অন্যের দখলে
অন্য পুরুষের অর্ধাঙ্গিনী হয়ে
কাটিয়ে দিলে,
অর্ধেক জীবন তোমার।
যে চোখে দেখেছিলাম
ভালোবাসার প্রথম আলো,
ভেবেছিলাম ভোরবেলার উপহার,
সে চোখ আজ স্পষ্ট জানিয়ে দেয় -
নিভে গেছে প্রণয়ের আলো!
স্মৃতিরা ধুয়ে মুছে যায় ঝর্ণার জলে
দুঃখেরা ঝরে পড়ে একে একে
সোনালী মোড়কের আড়ালে।
ঠিক তখনই, সেই মুহূর্তে -
যন্ত্রণার তীব্র ঝড় ওঠে আবার,
দহন হয় বুকের পাঁজরের গভীরে,
দাবানল ছড়ায় সারা অন্তর জুড়ে!!
14th November, 2018
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরী।